প্রত্যাবর্তনেই নায়ক, তবুও দেশের পারফর্মেন্স নিয়েই ভাবতে চান বুমরাহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১১ মাস পর আবারও ক্রিকেটে ফিরলেন জসপ্রীত বুমরাহ। আর প্রত্যাবর্তনেই সেই পুরোনো তেজ দেখালেন। শুক্রবার মালাহাইডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন সুপারস্টার এই পেসার। শুধু প্রত্যাবর্তনই নয়, প্রথমবার দেশের অধিনায়কত্ব করেছেন বুমরাহ।
আরও পড়ুন - ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এই সমীকরণে যেতে পারবে মহামেডান
ডিএলএস পদ্ধতিতে দুই রানে জয় পায় ভারত। ম্যাচে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন বুমরাহ। আর এই জয়ে খুশি তারকা এই পেসার। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বুমরাহ বলেছেন, "আমি চিন্তিত ছিলাম না, কিন্তু খুব খুশি হয়েছি ফিরে আসতে পেরে। যখন আপনি অধিনায়কত্ব করেন, তখন নিজের পারফর্মেন্সের থেকেও দলের পারফর্মেন্স নিয়ে বেশি ভাবেন।"
"খুব ভালো লাগছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতগুলি সেশন করার পর মনে হয়নি যে নতুন কিছু করছি। এর পুরো কৃতিত্ব দেব সেখানকার কর্মীদের, যারা আমার মন ভালো রেখেছিল। আপনি নিজের জন্য ভাববেন না, আপনি অন্যদের জন্য ভাববেন।"
আরও পড়ুন - ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের সেরা দল বেছে দিলেন সৌরভ গাঙ্গুলি
এদিকে ম্যাচ নিয়ে বুমরাহ বলেছেন, "শুরুর দিকে সুইং ছিল, তাই আমরা সেটি ব্যবহার করতে চেয়েছিলাম। সৌভাগ্যবশত, আমরা টসে জিতেছিলাম এবং সব কিছু ভালো চলছিল। আবহাওয়া থেকেও সাহায্য আসছিল, ফলে খুব খুশি।"
"প্রত্যেক ম্যাচে, আপনি আরও বেশি কিছু করতে চাইবেন। সংকটের পর ওরা ভালো খেলেছে। যেখানে কৃতিত্ব দেওয়া উচিত সেখানে দিতেই হবে। আপনি জিতলেও, উন্নতি করার জায়গা থেকেই যায়। প্রত্যেকে আত্মবিশ্বাসী, ওরা সবাই ভালোমত প্রস্তুত হয়ে এসেছে।"