দুরন্ত বাছাই হায়দ্রাবাদের, মার্শের পরিবর্ত হিসেবে এলেন বিধ্বংসী ইংরেজ ওপেনার জেসন রয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথমে খবরটি খারাপ হলেও আখেরে যেন লাভই হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়া অসি অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সানরাইজার্স আনল বিধ্বংসী ইংরেজ ওপেনার জেসন রয়কে। সদ্য সমাপ্ত ওয়ানডে এবং টি২০ সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন রয়, ফলে দুর্দান্ত একটি বাছাই হল হায়দ্রাবাদের তরফ থেকে।
যদিও আইপিএলে জেসন রয়ের রেকর্ড তেমন ভালো নয়। আইপিএল কেরিয়ারে মোট আট ম্যাচ খেলে ১৭৯ রান করেছেন তিনি। ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএল অভিষেক করেন রয়, আর তারপর দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এর হয়ে ২০১৮ মরশুমে খেলেছেন রয়।
ফলে চিন্তা করুন, ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়ের ওপেনিং জুটি কতটা বিধ্বংসী এবং ভয়ঙ্কর হবে প্রতিপক্ষের বোলারদের জন্য। ফলে মিচেল মার্শের বেরিয়ে যাওয়াটা আখেরে লাভই হল হায়দ্রাবাদের জন্য। দীর্ঘ সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে মিচেল মার্শ অব্যাহতি নিয়েছেন এবারের আইপিএল থেকে।