ম্যাচ সেরার পুরস্কার পেয়ে আবেগঘন ঈশান

মার্চ ১৫: অভিষেক টি২০ ম্যাচেই ব্যাটের আতশবাজিতে জিতে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কার । এবার সেই পুরস্কার নিজের শ্রদ্ধার মানুষকে উৎসর্গ করলেন ঈশান কিষাণ ।
তাঁর কথায় , " আমার কোচের বাবা মারা গেছেন সম্প্রতি , আমি এই ইনিংসটি তাঁকেই উৎসর্গ করতে চাই । আমি নিজেকে প্রমাণ করতে চাইছিলাম কারণ উনি আমায় বলেছিলেন 'তোকে আমার বাবার জন্য একটা অর্ধশতরান করতেই হবে'। আমার এই পুরস্কারটা আমি ওঁকেই উৎসর্গ করতে চাই।"
পাশাপাশি এদিন নিজের অভিষেক নিয়ে যথেষ্ট আবেগঘন ছিলেন ঈশান । সব জ্যেষ্ঠ খেলোয়াড়রা তাকে প্রাণ খুলে খেলতে ও নিজেকে প্রকাশিত করতে অনুপ্রাণিত করেছে বলেও জানান ঈশান । পাশাপাশি তিনি ধন্যবাদ দেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সকেও । তবে ম্যাচ শেষ না করে আসতে পারায় কিছুটা হতাশ তিনি ।
এছাড়াও ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় ঈশান জানান , " টমকে মারা প্রথম ছক্কাটি আমার জন্য একটা বিশেষ মুহূর্ত , আমি জানি না এরকম অনুভূতি আমি আর কখনও পাবো কিনা জীবনে । আমি সত্যিই খুবই গর্বিত এবং খুশি ।"