আইপিএলের দুই নয়া দলের নিলাম আয়োজিত হবে এই তারিখে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছরের আইপিএলে আরও দুটি দল যোগ হবে, তার ঘোষণা আগেই করেছিল বিসিসিআই। এবার আগামী ১৭ অক্টোবর এই দুই নয়া দলের নিলামের বিড করা হবে। আর এই বিডিং সংক্রান্ত যাবতীয় আলোচনা চলবে আগামী ২১ সেপ্টেম্বর অবধি। আর শেষে ৫ অক্টোবরে এই বিডগুলি বাছাই করা হবে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই সংক্রান্ত এক সূত্র বলেছেন, "আগামী ১৭ অক্টোবর এই বিডিং আয়োজিত হবে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ২১ সেপ্টেম্বর অবধি প্রদান করা হবে।"
জানা গিয়েছে, গত ৩১ আগস্ট টেন্ডারের মাধ্যমে আইপিএলের এই দুই নয়া দল কেনার আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। এই টেন্ডার আমন্ত্রণে সমস্ত শর্তাদি ও উপলব্ধতার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এবং জিএসটি সহ মোট ১০ লক্ষ টাকার একটি দরপত্র জমা দিতে হবে। এই ১০ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে না।
এই নিয়ে আগ্রহী ব্যক্তি ও সংস্থা ittipl2021@bcci.tv তে ইমেল পাঠাতে পারে, এবং আগামী ৫ অক্টোবর অবধি এই টেন্ডার আমন্ত্রণ ক্রয়ের সুযোগ থাকবে। তবে যে সমস্ত সংস্থা এই টেন্ডার আমন্ত্রণের জন্য যাবতীয় শর্তাদির আওতা মেনে রয়েছে, কেবল তাদের আবেদনই নেওয়া হবে।