বিনা দর্শকেই হতে চলেছে আইপিএল, গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিরা

সব্যসাচী ঘোষ : আইপিএল গভর্নিং কাউন্সিল সুপারিশ দিয়েছে, আসন্ন আইপিএলে দর্শক ছাড়াই সমস্ত খেলা আয়োজিত হবে। এখনও অবধি স্রেফ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন দর্শকের অনুমতি না দিলেও বর্তমানে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ প্রসারিত হচ্ছে, তাতে এই বড় ঝুঁকি নিতে চাইছে না আইপিএল গভর্নিং কাউন্সিল। আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া পাকিস্তান সুপার লিগে যেভাবে করোনার প্রকোপের জেরে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে, তা দেখে যেন কিছুটা পিছিয়ে এসেছে আইপিএলের আয়োজকরা। এই নিয়ে গভর্নিং কাউন্সিলের এক সূত্র জানিয়েছেন, "যদি আইপিএলে কোনও করোনা কেস ধরা পড়ে? তাহলে কিন্তু দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ আয়োজনে প্রশ্নচিহ্ন এসে যাবে।"
আজকের এই বৈঠকে মোট তিনটি বিকল্প আয়োজন ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন গভর্নিং কাউন্সিল। প্রথমটি হল, এক একটি নির্দিষ্ট শহরে বেশ কিছু দলকে রেখে সেখানেই তাদের ম্যাচগুলি আয়োজন করা। দুই, একটি স্টেডিয়ামকে একটি দলের জন্য রাখা হবে। আর তিন, একাধিক মাঠে খেলা হলেও ফ্র্যাঞ্চাইজিরা একটি ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে।
যদিও একাধিক মাঠে খেলা কিন্তু দর্শকদের অনুপস্থিতি থাকা নিয়ে অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিরা। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের একজন বলেছেন, "যদি কোনও দর্শকই না থাকে, তাহলে একাধিক ভেন্যু করার কি প্রয়োজন? যদি একাধিক ভেন্যুর আয়োজন করা হয়, তাহলে কেন কোণও হোম ম্যাচ নয়? কিছু লজিক এখানে হারিয়ে গিয়েছে। ধরুণ, চেন্নাইয়ে আইপিএল আয়োজিত হচ্ছে কিন্তু সিএসকে মুম্বই বা কলকাতা বা বেঙ্গালুরুতে খেলছেন কিন্তু নিজের ঘরের মাঠে খেলছেন না। এর কোনও মানেই হয় না।"
সব মিলিয়ে, ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে আজকের গভর্নিং কাউন্সিলের বৈঠক নিয়ে। কোন কোন ভেন্যুতে খেলা হবে, কোন মডেলে আয়োজন করা হবে এই মেগা ইভেন্ট - সমস্ত কিছুই আলোচিত হবে আজ।