আইপিএলের জন্য বেশ কিছু প্রোটোকল জারি করতে চলেছে বিসিসিআই, রয়েছে বিশেষ ছাড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউরস আর জৈব সুরক্ষা প্রোটোকল বিষয়ক বেশ কিছু নির্দেশিকা জারি করতে চলেছে বিসিসিআই। আর সেখানে রয়েছে বেশ কিছু ছাড়। আর তার মধ্যে একটি হল, চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে খেলা খেলোয়াড়রা সরাসরি নিজেদের জৈব বলয় থেকে নির্দিষ্ট আইপিএল বলয়ে সরাসরি প্রবেশ করতে পারবে, কোনও কোয়ারেন্টিনের মধ্যে দিয়ে যেতে হবে না।
এই নিয়ে বিসিসিআই এর সূত্র জানিয়েছেন, “ভারত বনাম ইংল্যান্ড সিরিজের খেলোয়াড়রা সরাসরি বলয়ে প্রবেশ করতে পারবে কোনওরকম কোয়ারেন্টিন ছাড়াই। যেখানে তাদের দেখাতে হবে যে টিম বাস কিংবা চাটার্ড ফ্লাইটে প্রোটোকলের সমস্ত নিয়ম মানা হয়েছে। প্রতিটি চাটার্ড ফ্লাইটের কর্মীদের প্রোটোকল মানতে হবে। যদি বিসিসিআই চিফ মেডিকাল অফিসারের প্রয়োজনমত যদি যাত্রার সমস্ত নিয়মবিধি মানা হয়, তাহলে আরটি-পিসিআর টেস্ট কিংবা কোয়ারেন্টিন পর্ব ছাড়াই খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি দলের বলয়ে প্রবেশ করতে পারবে।“
আইপিএলের জন্য মোট ১২টি জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। আটটি হল ফ্র্যাঞ্চাইজি দলগুলির জন্য, দুটি বলয় ম্যাচ অফিশিয়াল ও ম্যাচ ম্যানেজমেন্টের জন্য। আর দুটি বলয় তৈরি করা হয়েছে সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকার ও কর্মীদের জন্য। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি ইন্টিগ্রিটি ম্যানেজার নিয়োগ করা হবে, যাদের কাজ থাকবে জৈব সুরক্ষা বলয়ের যাবতীয় রিপোর্ট পেশ করা বিসিসিআই চিফ মেডিকাল অফিসারদের।
এছাড়া ভারত-ইংল্যান্ড সিরিজ ছাড়া বাকি খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের সাথে জড়িত ব্যক্তিদের সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে, তার পর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে।