UAE তে হোক আইপিএল আয়োজন, শুরুতে গভর্নিং কাউন্সিলের প্রস্তাব নাকচ করেছিল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই দিন বলয়ের মধ্যে থাকা একাধিক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের করোনা সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর এখানেই প্রশ্ন উঠছে, এরপর জুন মাস থেকে ভারতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে, সেখানে ভারতে করোনার পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে - এই অবস্থায় কি আইপিএলের বাকি ৩১টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হবে?
তবে এই আশঙ্কা করা হয়েছিল অনেক আগেই। বিসিসিআই এর এক সূত্র মারফত জানা গিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই প্রস্তাব ছিল, গতবারের মত এবারের টুর্নামেন্টও সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার। আর সেই প্রস্তাব রেখেছিল খোদ আইপিএল গভর্নিং কাউন্সিল। এমনকি, এমিরেটস ক্রিকেট বোর্ডও রাজি ছিল আয়োজনের জন্য। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় বিসিসিআই এবং তারা জানিয়েছিল, আইপিএল ভারতেই আয়োজিত হবে। আর তারপরের ঘটনা ইতিহাস।
এই নিয়ে বিসিসিআই এর সেই সূত্র জানিয়েছেন, "সংযুক্ত আরব আমিরশাহি এই বছরের টুর্নামেন্টের জন্য আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রথম পছন্দ ছিল। এমনকি আইপিএল শুরুর এক সপ্তাহ আগে, ওরা বিসিসিআইকে বলেছিল পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার। এমিরেটস ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে তৎক্ষণাৎ জানানো হয়েছিল এবং তারা আবারও আইপিএল আয়োজনে আগ্রহী ছিল। কিন্তু বিসিসিআই এর কেউই এই বিষয়ে আগ্রহ দেখায়নি।"
গত বছর করোনা পরিস্থিতির মাঝেও দারুণভাবে আয়োজিত হয়েছিল আইপিএল। শারজাহ, দুবাই ও আবু ধাবিতে জৈব সুরক্ষা বলয়ের অধীনে টুর্নামেন্ট চলাকালীন একটিও করোনা কেস ধরা পড়েনি।