রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই আচরণে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিরা, ক্ষতি হতে পারে আইপিএলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলের মূল ওপেনার দেবদত্ত পাডিক্কাল করোনা বিধির কারণে প্রথম ম্যাচে ছিলেন না। আর এরই মাঝে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই কাজে অখুশি বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি অখুশি যেভাবে করোনায় আক্রান্ত হওয়া দেবদত্ত পাডিক্কাল কোনওরকম কোয়ারেন্টিনে না থেকে সরাসরি আরসিবির জৈব বলয়ে প্রবেশ করেছিলেন। আসলে, বিসিসিআইয়ের করোনা বিধি অনুযায়ী, সাত দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে তবেই কোনও খেলোয়াড় অনুশীলনে যোগ দিতে পারবেন। কিন্তু সেটি করেননি পাডিক্কাল এবং আরসিবি টিম ম্যানেজমেন্টে।
গত ২২ মার্চ করোনা পজিটিভ এসেছিলেন দেবদত্ত পাডিক্কাল এবং সেইসময় বাড়িতে থাকায় স্ব-আইসোলেশনে চলে গিয়েছিলেন। কিন্তু করোনা থেকে সুস্থ হওয়ার পর উনি সরাসরি চেন্নাই এসে আরসিবির জৈব বলয়ে প্রবেশ করেছিলেন। আর এই নিইয়ে ক্ষোভপ্রকাশ ফ্র্যাঞ্চাইজিদের। তাদের দাবি, এই নিয়মভঙ্গের ফলে আইপিএলে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে এবং টুর্নামেন্ট আয়োজনে প্রশ্নচিহ্ন খাঁড়া হয়ে উঠবে।
যদিও এই নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যানেজমেন্টের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে সরাসরি চেন্নাইয়ে একটি গাড়ি করে এসেছিলেন পাডিক্কাল এবং সেই সময় সমস্ত নিয়মবিধি পালন করা হয়েছে। সেই মুখপাত্র আরও জানিয়েছেন, দেবদত্ত পাডিক্কালের তিনটি রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের সকল প্রোটোকল মেনে এসেছে।