বিদেশী খেলোয়াড়দের থাকতে হবে না কোয়ারেন্টিনে! আইপিএলে নয়া প্রোটোকল বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বে যাতে গতবারের ভুল, অর্থাৎ জৈব বলয় ভাঙার পুনরাবৃত্তি না হয়, সে নিয়ে বেশ সতর্ক বিসিসিআই। আর সেই কারণে আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হওয়া আইপিএল ২০২১ নিয়ে নয়া স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবং এই প্রোটোকলে বেশ ভালো সংবাদ রয়েছে বিদেশী ক্রিকেটারদের জন্য। এর আগে দেশে আসার পর ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হত, কিন্তু এবার কোয়ারেন্টিনে থাকতে হবে না বিদেশী ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একাধিক ক্রিকেটার খেলবে এবারের আইপিএল।
প্রোটোকলে বলা হয়েছে, "প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের সদস্যদের অবশ্যই কোভিড আরটি-পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং তা বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে সারতে হবে। প্রতিটি ব্যক্তিকে পরীক্ষার পর নিজেদের কোয়ারেন্টিনে রাখতে হবে এবং অন্য কারোর সাথে সংস্পর্শ এড়াতে হবে। যে সকল সদস্যদের পরীক্ষা নেগেটিভ আসবে, তারা ফ্র্যাঞ্চাইজিদের নির্বাচিত শহরে যেতে পারবে।"
তবে কোনও ফ্র্যাঞ্চাইজির সদস্য কিংবা তাদের পরিবারের কেউ যদি জৈব বলয় ও প্রোটোকল ভাঙে, তবে তাদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করবে বিসিসিআই।
এদিকে, কেবল অতি প্রয়োজনীয় কারণে বলয় ছেড়ে বেরিয়ে আসতে পারবেন সদস্যরা। কিন্তু পুনরায় বলয়ে ফিরতে গেলে মানতে হবে কিছু নিয়ম। প্রোটোকলে বলা হয়েছে, "কেবলমাত্র বিসিসিআই চিফ মেডিকাল অফিসারের তরফ থেকে অনুমতি নিয়েই বলয় থেকে বেরোনো যাবে। বলয়ে পুনরায় প্রবেশের জন্য ছয় দিনের পূর্ণাঙ্গ কোয়ারেন্টিনে থাকতে হবে। এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ দিনে হওয়া আরটি-পিসিআর পরীক্ষা নেগেটিভ হতে হবে।"
এছাড়া হাসপাতালে যাওয়ার জন্য তৈরি করা হবে গ্রিন করিডর। কিন্তু হাসপাতালে যাওয়া প্রতিটি সদস্যকে অবশ্যই পিপিই কিট পড়তে হবে এবং হাত প্রতিনিয়ত স্যানিটাইজ করতে হবে।