এই মাসে হতে পারে আইপিএলের বাকি ম্যাচ, আশা দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে মঙ্গলবার বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, চলতি আইপিএল এর চতুর্দশ সংস্করণকে স্থগিত করা হবে। কিন্তু এরপর প্রশ্ন হচ্ছে, টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? সেই নিয়ে এবার বড় আপডেট দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
এই নিয়ে ব্রিজেশ সরাসরি না জানালেও আশা দিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ এই মেগা টুর্নামেন্টকে পুনরায় শুরু করা যেতে পারে। এই নিয়ে জনপ্রিয় একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজেশ প্যাটেল বলেছেন, "আমাদের এবার একটি উইন্ডো দেখতে হবে। যদি আমরা পেয়ে যাই, আমরা সেটিকে ধরে রাখার চেষ্টা করব। আমাদের দেখতে হবে সেপ্টেম্বরে করা সম্ভব কিনা। আমাদের সমস্ত পরিকল্পনাকে আইসিসি এবং অন্যান্য বোর্ডের সাথে আলোচনা করে দেখতে হবে।"
এখন দেখার, এই টুর্নামেন্ট পুনরায় আয়োজনে কতটা সক্ষম হয় বিসিসিআই, যেখানে আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।