চেন্নাই সমর্থকদের বোকা বানালেন ধোনি-জাডেজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাডেজা ও তুষার দেশপান্ডের দুরন্ত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে কেকেআর। ২ ওভার ২ বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় চেন্নাই ব্যাটাররা। অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড়ের ৬৭ রানের অসাধারণ ইনিংস চেন্নাইয়ের জয় সহজ করে দেয়। তবে এই ম্যাচে সবচেয়ে আকর্ষনীয় মুহূর্ত ছিল মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং করতে নামা।
প্রসঙ্গত ১৬.৫ ওভারে শিবম দুবে আউট হলে চেন্নাইয়ের সমর্থকেরা অপেক্ষা করেছিলেন ব্যাট হাতে তাদের প্রিয় ধোনিকে দেখার। তবে সাজঘর থেকে ব্যাট হাতে বেরোতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। সেই দৃশ্য দেখে সমর্থকদের মন খারাপ হয়ে যায়।
তবে এই ঘটনার পরেই দেখা যায় জাডেজা আবার সাজঘরে ফিরে গেলেন এবং ধোনি ব্যাটিং করতে নামলেন। এই দৃশ্য দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন চিপকের সমর্থকরা।
সমর্থকদের বোকা বানানোর মজাদার এই ঘটনার পিছনে সকলে ভেবেছিলেব জাডেজা আছেন। তবে সম্প্রতি আইপিএলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে তুষার দেশপান্ডে জানিয়েছেন যে বুদ্ধিটা ছিল ধোনির। তিনি জাডেজাকে বলেন যে, "যাবে তুমি, কিন্তু ব্যাটিং করব আমি।"
এর সাথে জাডেজা যোগ করেন," ধোনির এক ঝলক দেখা গেলে সমর্থকদের টিকিটের পয়সা উশুল হয়ে যাবে।"