ভারতেই হবে আইপিএল ২০২৪! প্রকাশিত হল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনার অবসান হল, ভারতেই আয়োজিত হবে আইপিএল ২০২৪-এর সমস্ত ম্যাচ। সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএল ২০২৪-এর মোট ৭৪টি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
যা দেখা গিয়েছে, আইপিএল ২০২৪-এর নকআউট পর্বের ম্যাচগুলি হবে আহমেদাবাদ ও চেন্নাইয়ে। আগামী ২১ ও ২২ মার্চ মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যথাক্রমে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর আয়োজিত হবে। আর ২৪ ও ২৬ মার্চ যথাক্রমে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল আয়োজিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
আরও পড়ুন - স্টেডিয়ামেই মারপিট রোহিত-হার্দিক সমর্থকদের, দেখুন ভিডিও
দেখুন আইপিএল ২০২৪-এর পূর্ণাঙ্গ সূচির তালিকা -
এক্ষেত্রে বলা বাহুল্য, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি হওয়া দেশের সাধারণ নির্বাচনের সূচির সাথে তাল মিলিয়ে এবারের আইপিএলের সূচি ধার্য করেছে বিসিসিআই। যখন দুবাইয়ে আইপিএল সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সময়ে বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়েছিলেন, আইপিএল হবে ভারতেই।