দাদা বনাম কলকাতা, ধোনি বনাম কোহলি! হাইভোল্টেজ ম্যাচের প্রথম বিভাগের তালিকা প্রকাশ আইপিএলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:-অবশেষে প্রকাশ্যে আনা হলো আইপিএলের প্রথম ভাগের ম্যাচ তালিকা। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। বলা বাহুল্য একাধিক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে চলেছেন দর্শকরা। অন্যদিকে ২৩ মার্চ কলকাতাতেই অনুষ্ঠিত হবে কেকেআরের প্রথম ম্যাচ। বিপক্ষে থাকছে সানরাইজার্স হায়দরবাদ।
তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচই বলা যেতে পারে দর্শকদের আরও উৎসুক করে তুলবে। কারণ আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতএব ধোনি বনাম কোহলি দ্বৈরথ দেখতে যেকোনো ক্রিকেটপ্রেমী মুখিয়ে থাকবে।
কলকাতা নাইট রাইডার্স এর দ্বিতীয় ম্যাচ পড়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে। ২৯ শে মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সেক্ষেত্রে কেকেআরের কাছে বেশ কিছুটা বেগ দেবে বিরাট বাহিনী।তবে হায়দরাবাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে কেকেআর।তার কারণ ঘরের মাঠ ইডেনের দর্শকরা। অনেকটাই তাতে মনোবল পেতে পারেন দলের খেলোয়াড়রা।
কেকেআরের তৃতীয় ম্যাচ করেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। অর্থাৎ দাদা বনাম কলকাতা। কারণ ভারতীয় প্রাক্তন অধিনায়ক তথা ‘ বাংলার দাদা ‘ বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। এছাড়াও কেকেআরের প্রাক্তন অধিনায়কও ছিলেন সৌরভ। সেক্ষেত্রে তা কিছুটা চিন্তায় ফেলতে পারে কিং খানের দলকে।
এখনো পর্যন্ত শুধুমাত্র প্রথম বিভাগের তালিকায় প্রকাশিত হয়েছে। পাঠকদের সুবিধার্থে সেই তালিকা দেওয়া হল।