আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে এই দল নামাতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। লিগ টেবিলের নয় নম্বরে থাকা হায়দ্রাবাদের পয়েন্ট সংখ্যা বর্তমানে ১০ ম্যাচে ৮। অন্যান্য দলগুলির থেকে ১-২ টি ম্যাচ কম খেলার ফলে লিগ টেবিলের নিচের দিকে থাকলেও, প্লে অফের রাস্তা বেশ কঠিন হতে চলেছে হায়দ্রাবাদের জন্য।
শেষ ম্যাচে হায়দ্রাবাদ দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নেয়। লখনউয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন।
আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট রক্ষক), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, মার্কো জানসেন, মায়াঙ্ক মারকান্দে, ভুবনেশ্বর কুমার, নটরাজন
ইমপ্যাক্ট খেলোয়াড়- আদিল রাশিদ, কার্তিক ত্যাগি, মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, নীতিশ রেড্ডি