আইপিএল ২০২২ হবে ১০ দলের - ঘোষণা বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধূমালের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছরের আইপিএলে দুটি নয়া দলের আগমণ ঘটতে চলেছে, সে নিয়ে এবার কার্যত শিলমোহর পড়ল বলাই যায়। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধূমাল জানিয়ে দিলেন, চলতি বছরের আইপিএল ২০২১ হতে চলেছে ৮ দলের শেষ মরশুম। আইপিএল ২০২২ থেকে দশ দলের টুর্নামেন্ট হতে চলেছে।
এই নিয়ে তিনি ঘোষণা করেছেন, "প্রত্যেকে এখন আইপিএলের দিকে তাকিয়ে রয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে। এটিই আইপিএলের শেষ মরশুম হবে যেখানে আটটি দল থাকবে। নিশ্চিতভাবে পরের বার থেকে ১০টি দল থাকবে। আমরা এই নিয়ে কাজ করছি।"
তবে কোন সময় নাগাদ এই দুটি নয়া দলকে আনা হবে, সে নিয়ে কিছু বলেননি কোষাধ্যক্ষ। তবে বিসিসিআই সূত্রে খবর, টেন্ডারের নথিপত্র চলতি আগস্ট মাসের শেষে প্রকাশ করা হবে, এবং অক্টোবরের মধ্যে দুটি নয়া ফ্র্যাঞ্চাইজি চুড়ান্ত করা হবে।