দুটি নয়া ফ্র্যাঞ্চাইজি আসবে পরের বছরের আইপিএলে, ইঙ্গিত দিল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কথাই ছিল, আগামী বছর নতুন ফ্র্যাঞ্চাইজিদের আগমণ ঘটবে আইপিএলে। এই বছর সময় কম থাকায় আগামী বছর অর্থাৎ ২০২২ সালে নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিডিং ডাকা হবে। এই পরিস্থিতিতে গতকাল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ এবং বোর্ডের শীর্ষকর্তারা একটি বিশেষ বৈঠক করেন আইপিএল নিয়ে।
আর সেই বৈঠক থেকে খবর মেলে, আসন্ন আইপিএলে একটি নয়, দুটি নয়া ফ্র্যাঞ্চাইজির আগমণ ঘটবে। এবং নয়া ফ্র্যাঞ্চাইজির বিডিং প্রক্রিয়া চলতি আইপিএলের শেষে অর্থাৎ মে মাস নাগাদ শেষ করার করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, "আগামী বছর থেকে ১০ দলের আইপিএল শুরু হবে এবং নয়া ফ্র্যাঞ্চাইজিদের বিডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রক্রিয়া চলতি বছরের মে মাসের মধ্যে শেষ করা হবে। টিম ফাইনাল করা হয়ে গেলে, তারা নিজেদের কাজ শুরু করতে পারবে যা বেশ অনেকটাই সময় লাগবে।"
সব মিলিয়ে, আইপিএলের ক্ষেত্রকে এবার আরও বড় করার দিকে অনেকটা এগোল বিসিসিআই। এখন এটিই দেখার, কোন দুটি শহর থেকে নয়া ফ্র্যাঞ্চাইজির আগমণ ঘটবে।