দুটি নয়া দলের আগমণে নতুন সাজ পেতে চলেছে আইপিএলের ফর্ম্যাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছর অর্থাৎ ২০২২ এ আইপিএলে অনেক নতুন বিষয় সামনে আসবে। দুটি নয়া দলের আগমণ, মেগা নিলাম, আরও বেশি ম্যাচ, আরও দীর্ঘ উইন্ডো - সব মিলিয়ে আগামী আইপিএল আরও বৃহত্তর হতে চলেছে। কিন্তু দুটি নয়া দলের আগমণের জেরে যদি রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হয়, তাহলে ৯৪ ম্যাচের উইন্ডো তৈরি করতে হবে বিসিসিআইকে।
কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, এখনই এত দীর্ঘ উইন্ডো সামলাতে পারবে না তারা। আর এই কারণে আইপিএলের ফর্ম্যাটে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। আর এর জেরে দুই মাসে ৭৪ ম্যাচের ফর্ম্যাট করতে সক্ষম হবে বিসিসিআই।
একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএলের নয়া ফর্ম্যাটে ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে একটি গ্রুপের পাঁচটি দল একে অপরের বিরুদ্ধে দুই বার খেলবে। পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দলকে নির্বাচন করা হবে। তবে প্লে অফসের ফর্ম্যাটে কোনও পরিবর্তন হচ্ছে না। দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটরের পরে ফাইনাল আয়োজিত হবে।
এই নিয়ে সর্বভারতীয় একটি পত্রিকায় এক বিসিসিআই কর্মকর্তা বলেছেন, "আমরা এখনও ৯৪ ম্যাচের জন্য প্রস্তুত নই। আমাদের সম্প্রচারকারকরা এখনও তৈরি নয়। এখনও বিদেশী খেলোয়াড়ের থাকা এবং সঠিক উইন্ডো খোঁজা নিয়ে সমস্যা রয়েছে। আমরা আগামী বছরগুলিতে বৃহত্তর উইন্ডো তৈরি করার কথা ভাবব।"
১৪টি অতিরিক্ত ম্যাচ খেলার ফলে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের থেকে অতিরিক্ত ৮০০ কোটি টাকা তুলে আনতে পারবে বিসিসিআই। আর এর জেরে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্বাধিকারের মূল্য আরও বাড়বে, যার প্রভাব পাওয়া যাবে চলতি আইপিএল সম্প্রচারের স্বত্ত্বাধিকার শেষে, যা ২০২৩ সালে হবে।