প্রকাশিত আইপিএল ২০২১ এর শিডিউল, দেখে নিন এক নজরে

সব্যসাচী ঘোষ : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হল আসন্ন আইপিএলের শিডিউল। কথামতই, ভারতের ছয়টি শহরে আয়োজিত হচ্ছে এবারের আইপিএলের ৫৬টি ম্যাচ। যার মধ্যে ১০টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুতে, এবং আটটি করে ম্যাচ হবে দিল্লি ও আহমেদাবাদে। আহমেদাবাদে সমস্ত নক আউট ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।
আগামী ৯ এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজিত হবে আইপিএল ১৪ এর উদ্বোধনী ম্যাচ। এবং ফাইনাল আয়োজিত হবে আগামী ৩০ মে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে বিবেচিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
মোট ১১টি ডাবল হেডার হবে, যেখানে ছয়টি টিম তিনটি ম্যাচ দুপুরে খেলবে এবং দুটি টিম দুটি ম্যাচ দুপুরে খেলবে। দুপুরের ম্যাচগুলি ৩.৩০ এ শুরু হবে এবং সন্ধ্যের ম্যাচগুলি ৭.৩০ এ শুরু হবে। কোনও দলই নিজেদের ঘরোয়া রাজ্যে খেলতে পারবে না।
এক নজরে দেখে নিন আইপিএল ২০২১ এর শিডিউল -