বড় সিদ্ধান্ত! অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল ২০২১

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার থেকে যেভাবে একের পর এক করোনা আক্রান্তের খবর উঠে এসেছিল, তাতে এবারের আইপিএল না হওয়া নিয়ে সিদ্ধান্ত দ্রুত আসতে চলেছে, এমনটাই ভেবেছেন অনেকে। আর সেই সম্ভাবনাই সত্যি হল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল এর চতুর্দশ সংস্করণ।
এই নিয়ে আইপিএল এবং বিসিসিআই একটি যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করেছে। মঙ্গলবার জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কতদিন অবধি এই স্থগিতাদেশ চলবে, সে নিয়ে কোনও বার্তা দেয়নি বিসিসিআই।
এই নিয়ে আয়োজকরা জানিয়েছে, "বিসিসিআই খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং অন্যান্য প্রতিযোগী যারা আইপিএলের আয়োজনে যুক্তি, তাদের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করতে চায় না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেকহোল্ডার এবং অন্যান্যদের সুরক্ষা, স্বাস্থ্য এবং ভালোমন্দ বিচার করেই।"
এদিকে খেলোয়াড়দের নিশ্চয়তা দিয়ে বিসিসিআই জানিয়েছে, "বিসিসিআই নিজের শক্তির দ্বারা সমস্ত রকম চেষ্টা করবে আইপিএল ২০২১ এর সকল প্রতিদ্বন্দ্বীদের সুরক্ষিত এবং মসৃণ পথ প্রদর্শনের জন্য। বিসিসিআই ধন্যবাদ জানাতে চায় সকল স্বাস্থ্যকর্মী, রাজ্য অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি, স্পনসর, পার্টনার এবং পরিষেবা প্রদানকারীদের যারা এই কঠিন সময়ের মাঝেও আইপিএল ২০২১ আয়োজনে নিজেদের সর্বস্ব দিয়েছেন।"
এই স্থগিতাদেশ মূলত আসে মঙ্গলবার, অর্থাৎ আজ সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্রার করোনা পজিটিভ হওয়ার খবর আসার পর। সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ স্থগিত হওয়ার পর মঙ্গলবার (মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং বুধবার (চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস) স্থগিত হওয়ার সম্ভাবনা ছিল।