ম্যাচ হেরে জরিমানা হজম করে কী বললেন বিরাট কোহলি?

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক : বিরাট কোহলি ও তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সময় মোটেও ভাল যাচ্ছে না। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৯৭ রানে হারের ধাক্কা তো আছেই। পাশাপাশি বিপক্ষের অধিনায়ক কে এল রাহুলের দুটো ক্যাচ ফস্কেছেন। ব্যাটে রান পাননি। এরমধ্যে আবার 'স্লো ওভার রেট'এর দায় জরিমানা হজম করলেন। মন্থর বোলিংয়ের জন্য তাঁর ম্যাচ ফি থেকে ১২ লাখ টাকা কেটে নিল আইপিএল গভর্নিং কাউন্সিল। নির্ধারিত ২০ ওভার শেষ করতে ১ ঘন্টা ৫১ মিনিট সময় নিয়েছিল আরসিবি। তাই অধিনায়কের জরিমানা করা হল। চলতি আইপিএলে এটা তাঁর প্রথম ভুল। তাই শুধু ম্যাচ ফি কেটে 'কিং কোহলি'কে সতর্ক করা হল।
এদিকে দ্বিতীয় ম্যাচে হারের ধাক্কা হজম করলেও, তিনি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। ম্যাচের শেষে আরসিবি অধিনায়ক বলছিলেন, "আমাদের বোলাররা মাঝের সময় বেশ ভাল বোলিং করছিল। তাই মনে করেছিলাম বিপক্ষকে ১৮০ রানের মধ্যে আটকে রাখতে পারব। তবে মাঝেমধ্যে হিসেব বদলে যায়। মোক্ষম সময় রাহুল দুবার জীবন ফিরে পেল। তবে রোজ এমন ভুল করব না।"
২০৭ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ওপেনার দেবদত্ত পাডিকাল ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নামেন উইকেট হারায় আরসিবি। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন জস ফিলিপ। যদিও বিরাটের এই সিদ্ধান্ত মানতে পারছেন না একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। যদিও কোহলি বলছেন, "জস ফিলিপ বিগ ব্যাশে তিন নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছে। তাই ওকে সুযোগ দিয়েছিলাম। যদিও ও সাফল্য পেল না। তবে সামনে আরও ম্যাচ আছে। এবার অন্য ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামব।"