প্রতীক্ষার অবসান, ৯ এপ্রিল থেকে শুরু আইপিএল, বিস্তারিত জানুন

সব্যসাচী ঘোষ : অনেক দিন ধরেই প্রতীক্ষা চলছিল, কবে থেকে শুরু হবে আসন্ন আইপিএল। আন্দাজ করা হয়েছিল, এপ্রিল-মে মাস নাগাদ শুরু হতে পারে আইপিএল ১৪। এবার সেই নিয়ে এল বড়সড় আপডেট। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ৯ এপ্রিল দেশের মাটিতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে অনুমোদন মিললে এই দিনক্ষণে পড়বে শিলমোহর। ফাইনাল হিসেবে আগামী ৩০ মে দিনটিকে ঠিক করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে গভর্নিং কাউন্সিলের এক প্রতিনিধি এই খবরের সত্যতা জানিয়েছেন। এই নিয়ে তিনি বলেছেন, "আমরা এখনও দিনক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি যতদিন গভর্নিং কাউন্সিল ভেন্যু নিয়ে কোনও সিদ্ধান্ত না নেয়। যদিও আগামী সপ্তাহে মিটিং হওয়ার কথা। প্রস্তাব অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে আইপিএল শুরু হবে এবং ৩০ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।"
এর ফলে আগামী সপ্তাহের মধ্যে গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হবে যে ঠিক কবে নাগাদ শুরু হতে পারে আইপিএল। এদিকে কোন কোন মাঠে আইপিএল খেলা আয়োজিত হবে, সেই নিয়েও বৈঠক হবে।