"ভারতীয় দল মাহি ভাইকে মিস করে"-ধোনিকে নিয়ে বড় মন্তব্য করলেন গিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার রাঁচির ঝাড়খণ্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের জয়ের লক্ষ্যে নেমেছে ভারতীয় দল। আর রাঁচি মানেই যার কথা সবার আগে ক্রিকেট ভক্তদের মনে আসে তিনি মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশ কয়েকবার ধোনি ঝাড়খণ্ডের স্টেডিয়ামে এসেছেন ভারতীয় দলের খেলা দেখতে। জাতীয় দলের সাজঘরেও গিয়েছেন তিনি। এবার তাঁর সম্পর্কেই ভারতীয় তরুণ তারকা শুভমান গিলকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ধোনিকে আজও ভারতীয় সাজঘর মিস করে।
আরও পড়ুন- আইপিএলে ছেলের উপার্জন কোটি টাকা, তারই বাবা নিরাপত্তা দিচ্ছেন রোহিত-জাদেজাদের
গিল বলেছেন, "আমরা কোথায় খেলছি তা গুরুত্বপূর্ণ নয়, রাঁচি হোক কিংবা বিশ্বের যেকোনও স্টেডিয়াম গোটা ভারতীয় দল মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) কে মিস করে।"
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে গিলের এই মন্তব্য ভারতীয় ক্রিকেট ভক্তদের আবেগপ্রবণ করে তোলে।