নিজের ৫০০ তম টি-টোয়েন্টি ম্যাচে, নিজের সেরাটা দিয়ে আবেগপ্রবণ সুনীল নারাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সুনীল নারাইন চতুর্থ খেলোয়াড় হিসেবে ৫০০ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিলেন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গ্লেন ম্যাক্সওয়েল উইকেট তুলে নেন।
ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর নারাইন বলেন, "৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ এটি একটি দারুন মাইলফলক। আশা করি আরও ৫০০ ম্যাচ আসবে। এটি কেবল আত্মবিশ্বাস এবং সাপোর্ট স্টাফদের সাহায্যের ফল। এছাড়াও কঠোর পরিশ্রম।"
আরও পড়ুন: রিঙ্কুর বিরুদ্ধে লড়াই জিতে মাঠেই নাচ বিরাট কোহলির, দেখুন ভিডিও
জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আক্রমণাত্মক ভাবে ইনিংস শুরু করেন তিনি। ক্যারিবিয়ান অলরাউন্ডার নারাইন তাঁর ৫০০ তম টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার জন্য স্মরণীয় করে রেখেছেন। ২২ বলে ৪৭ রান করে দুটি চার এবং পাঁচটি ছক্কা হাঁকিয়ে একটি দুর্দান্ত শুরু করেন।
নারাইন তাঁর প্রাক্তন সতীর্থ কাইরন পোলার্ড এবং ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উপস্থিতির জন্য যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। পোলার্ড ৬৬০ টি-টোয়েন্টি খেলা নিয়ে শীর্ষে আছেন, আর ব্রাভো ৫৭৩টি খেলা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ৫৪২ টি-টোয়েন্টি খেলা নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।