দলে ফিরতে পারেন পাদিক্কল , ইঙ্গিত বেঙ্গালুরু কোচের

এপ্রিল ১৪ : ঘরোয়া ক্রিকেটে পৃথ্বী শয়ের সঙ্গে যদি কেউ রানে পাল্লা দিতে পারেন , তবে তিনি হলেন দেবদত্ত পাদিক্কল । আইপিএল শুরুর আগে অনেকেই তাকে বেঙ্গালুরু ব্যাটিংয়ের লুকোনো শক্তিও ভাবছিলেন । কিন্তু প্রতিযোগিতা শুরুর কিছুদিন আগেই আসে দুঃসংবাদ , করোনা আক্রান্ত হন পাদিক্কল । খেলতে পারেননি মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেও। তবে তাকে বেঙ্গালুরু জার্সিতে দ্বিতীয়বার দেখার প্রতীক্ষা সম্ভবত শেষ হতে চলেছে । অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জরস বেঙ্গালুরুর হেডস্যার মাইক হেসন । এদিন হেসন জানান , " ও ( পাদিক্কল ) খুব সুন্দর ভাবে প্রত্যাবর্তন করেছে এবং সম্পূর্ণ ফিটও হয়ে যাবে সুতরাং আমরা নিশ্চয়ই ওকে খেলানোর কথা চিন্তা ভাবনা করবো এবং ও সম্ভবত খেলবে । "
গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে পাদিক্কল ৪৭৩ রান করেন । সম্প্রতি মুস্তাক আলী ট্রফিতে ছয় ম্যাচে তার সংগ্রহ ২১৮ রান , গড় ৪৩.৬০ আর বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে পাদিক্কল রান করেছেন ৭৩৭ । গড় এককথায় অবিশ্বাস্য - ১৪৭.৪০ ।
সবমিলিয়ে মাঠে ফিরলে বিরাট - এবি - ম্যাক্সওয়েলদের মতো মহাতারকাদের মাঝে আলাদা করে চোখে পড়তে পারেন তিনিও । অনন্ত ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে তার দিকে নিশ্চিত ভাবেই তাকিয়ে থাকবেন বহু ক্রিকেটপ্রেমী ।