শেষ ওভারে নাইটদের জিতিয়েও শাস্তি পেলেন হর্ষিত রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে প্রথম বলে ছয় খেয়েও শাহবাজ আহমেদ ও হেনরিখ ক্লাসেনকে আউট করে নাইটদের জিতিয়ে দেন তরুণ অলরাউন্ডার হর্ষিত রানা। কিন্তু নায়ক হওয়ার দিনেই বড় শাস্তি পেলেন হর্ষিত।
হায়দরাবাদের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও উইকেটকিপার ক্লাসেনকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করেন হর্ষিত, যার জেরে আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার অপরাধ করেন হর্ষিত।
আরও পড়ুন - থ্রিলার ম্যাচে শেষ ওভারে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর
আইপিএলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারার অধীনে দুইবার লেভেল ১ অপরাধ ঘটানোর কারণে ম্যাচ ফিয়ের ৬০ শতাংশ জরিমানা দিতে হবে হর্ষিতকে। আর সেই শাস্তি মেনেও নিয়েছেন হর্ষিত।
প্রথমে ব্যাট করে আন্দ্রে রাসেলের অপরাজিত ৬৪ রানের সুবাদে কলকাতা ২০৮/৭ স্কোর তোলে। জবাবে হায়দরাবাদ শুরু থেকে ধুঁকলেও হেনরিখ ক্লাসেনের ৬৩ রানের দুরন্ত ইনিংস ম্যাচে ফিরিয়ে আনে। কিন্তু শেষ ওভারে হর্ষিত রানার ঠান্ডা মাথার বোলিং নাইটদের ম্যাচ জিতিয়ে দেয়।