আরসিবিকে হারানোর আগে অক্ষয় কুমারকে জোর চিমটি দিয়েছিলেন হরপ্রীত ব্রার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুর্দান্ত ছন্দকে অল্প লহমায় ভেঙে শেষ করে দেন তরুণ অলরাউন্ডার হরপ্রীত ব্রার। দুই ওভারে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সকে আউট করে পাঞ্জাব কিংসকে জয়ের সরণিতে নিয়ে আসেন হরপ্রীত।
তবে এর আগেও তিনি একবার শিরোনামে এসেছিলেন, যখন নাম না করে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে কড়া বার্তা দিয়েছিলেন হরপ্রীত। গত সপ্তাহে, ইনস্টাগ্রামে এক ক্রিকেটপ্রেমী হরপ্রীতকে মেসেজ করে জানান, বলিউড সিনেমা 'সিং ইজ ব্লিং' সিনেমার অক্ষয় কুমারের মত লাগছিল হরপ্রীতকে।
আর অক্ষয়ের সাথে এই তুলনা পছন্দ হয়নি হরপ্রীতের সেই মেসেজের স্ক্রিনশট তুলে নিজের টুইটারে দারুণ জবাব দেন হরপ্রীত। তিনি লিখেছেন, "পয়সার জন্য আমরা পাগড়ি পড়ি না।" অর্থাৎ নাম না করে তিনি বুঝিয়ে দিলেন, অক্ষয় কুমার স্রেফ পয়সার জন্য পাগড়ি পড়েছিলেন। আর এই মন্তব্যের পর হ্যাশট্যাগে লেখেন, কৃষকদের সমর্থন করুন।
https://twitter.com/thisisbrar/status/1386251865227100166?s=20
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শুধু বলে নয়, ব্যাট হাতেও অবদান রেখেছেন হরপ্রীত। কে এল রাহুলের সাথে শেষের দিকে ভালো পার্টনারশিপ গড়েছিলেন হরপ্রীত, ১৭ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। ব্যাট ও বল।হাতে দারুণ পারফর্মেন্সের জন্য পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।