ম্যাচে নামার আগে গুরপ্রীতকে চুলে ক্রিম লাগানোর পরামর্শ দিলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল ও ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক বেশ ভালো, তার প্রমাণ আগেও মিলেছে। নিজেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে এই দুই দেশ। এই প্রতিবেদন লেখার সময় ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্নায়ক ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া, অন্যদিকে সোমবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল।
কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তথা দুই কিপার গুরপ্রীত সিং সান্ধু এবং ঋষভ পন্থ নিজেদের মধ্যে খুনসুটিতে মাতলেন। দুজন দুই প্রান্তে এই মুহুর্তে অবস্থান করলেও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের গোলকিপার ও উইকেটকিপারের মধ্যেকার এই আলোচনা বেশ মজায় রেখেছে ক্রীড়াপ্রেমীদের।
এদিন টুইটারে নিজের একটি ফটো শেয়ার করেন গুরপ্রীত। সেখানে কিপিং করা অবস্থায় চুলগুলি যথেষ্ট এলোমেলো দেখাচ্ছিল। আর সেই নিয়ে গুরপ্রীত ঋষভ পন্থকে মেনশন করে লিখেছেন, "ভাই ঋষভ, তুমি যখন উইকেটের পিছনে থাকো এবং বল তোমার দিকে আসে, তখন তোমার চুলও কি এরকম এলোমেলো হয়ে যায়?"
এদিকে সর্বদাই মজা করতে থাকা ঋষভ পন্থ এখানেও বেশ মজার জবাবই দিলেন। গুরপ্রীতের এই টুইটের জবাবে ঋষভ পন্থ লেখেন, "ভাই গুরপ্রীত, এই কারণেই আমি কিপিংয়ের সময় হেলমেট বা টুপি পড়ি। যেখানে ক্যামেরা সর্বত্র রয়েছে, একটি ভালো চুলের ক্রিম বা ওয়্যাক্স ব্যবহার না করে মাঠে নেমো না।"
আর এই খুনসুটিতে মজেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা, যেন আসল বিজয়ী তারাই। এমনকি ভারতীয় ফুটবল দলও গুরপ্রীতের এই টুইটের জবাবে লিখেছেন, "কিপার টু কিপার"।