ভিডিও : প্রথম অনুশীলনেই তান্ডব করলেন গ্লেন ম্যাক্সওয়েল, ঝোড়ো ব্যাটিংয়ে জ্বালিয়ে দিলেন আগুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের অন্যতম বড় আকর্ষণ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে নেওয়া। ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে তুলে নিজেদের দলকে আরও শক্তিশালী করেছিল আরসিবি। আর গত বছরের জঘন্য ফর্মকে ভুলে নামতে মরিয়া, সেটি নিজের প্রথম অনুশীলনেই দেখিয়ে দিলেন ম্যাক্সওয়েল।
সাত দিনের কোয়ারেন্টিনের পর সোমবার অনুশীলনে নামেন ম্যাক্সওয়েল। আর নেমেই ব্যাট হাতে দুর্দান্ত কিছু শট খেলেন, যার মধ্যে তার প্রিয় রিভার্স সুইপ শটও রয়েছে। আর ম্যাক্সওয়েলের এই তান্ডবের ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ভিডিওতে দেখা যায়, তিনি দলের ডিরেক্টর অফ অপারেশনস মাইক হেসনের সাথে আলোচনা করছিলেন, তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সাথে হাসি-মজা করছিলেন তিনি। কিন্তু ম্যাচের মধ্যে এসে তিনি যেন অন্য রুপে চলে গিয়েছিলেন। নিজের প্রথম অনুশীলন ম্যাচে নেমে দুর্দান্ত কিছু শট খেলেন ম্যাক্সি। এমনকি, পেসার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের বলে রিভার্স সুইপ মেরে দেন এই তারকা অলরাউন্ডার।
আর ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে, আসন্ন আইপিএলে ঝড় তুলতে মরিয়া ম্যাক্সওয়েল। যদিও গত বছর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাত্র ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল, আর সেই কারণে এই অসি ক্রিকেটারকে ছেড়ে দেয় পাঞ্জাব।