নাটকীয় শেষ ওভারে মুম্বই বধ গুজরাতের টাইটান্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শেষ ১২ বছর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই ধারা অব্যাহত থাকল এদিনও। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। সেই ম্যাচ শেষ অবধি ৬ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে ৩৯ বলে সর্বাধিক ৪৫ রান করেন সাই সুদর্শন। ১৫ বলে ২২ রান করেন রাহুল তেওয়াটিয়া। ঋদ্ধিমান সাহা ১৫ বলে ১৯, শুভমান গিল ২২ বলে ৩১ রান করেন। আজমাতুল্লাহ ওমরজাই ১৭ ও ডেভিড মিলার করেন ১২। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত টাইটান্স। মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৪ রান দিয়ে নিলেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক রান করেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ডেওয়াল্ড ব্রেভিস। ৩৮ বলে ৪৬ রান করেন। ছাড়াও রোহিত শর্মা করেন ৪৩ রান। তিলক বর্মা ২৫ রান করেন। হার্দিক ৪ বলে ১১ করে আউট হন। শেষ ৫ ওভারে দরকার ছিল ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। সেই ম্যাচ শেষ অবধি ৬ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, স্পেনসার জনসন ও মোহিত শর্মা ২টি করে উইকেট নেন।