ধবনের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার

মে ৩ : ৮ ম্যাচে ৩৮০ রান করে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শিখর ধবন। বর্তমানে কমলা টুপিও রয়েছে দিল্লির গব্বরের মাথাতেই । আর তাঁর এহেন ব্যাটিংয়ে মজেছেন খোদ সুনীল গাভাস্কার । ধবনের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার এদিন বলেন , " ও ( ধবন ) প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে । আর সেটাকে ও কাজেও লাগাচ্ছে , কোনও ভাবেই হালকা ভাবে নিচ্ছে না ।"
সানি জানান ফর্মে থাকাই শুধু গুরুত্বপূর্ণ নয় , সেটাকে কিভাবে একজন খেলোয়াড় ব্যবহার করছেন সেটাই আসল । এপ্রসঙ্গে ধবনের প্রশংসা করে সানি বলেন , " কখনও কখনও ব্যাটসম্যানরা ফর্মকে পরে পাওয়া চোদ্দো আনার মতো দেখে , ভুলভাল অভ্যাস তৈরি করে । কিন্তু ও সেটা করেনি ।"
তাঁর এই বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দেন তিনি , বলেন ,"ওর শট গুলো শুধু খেয়াল করুন , এই শট গুলোতেই ও বরাবর রান পেয়েছে । ও অন্যরকম কিছু করার চেষ্টা করছে না , অন্যান্য ধরণের ক্রিকেটেও ও যে শট গুলো খেলে সেগুলোই ও খেলছে । আর সেটাই ওকে সাফল্য দিচ্ছে ।"
উল্লেখ্য গত পাঞ্জাব ম্যাচেও গব্বরের ব্যাট থেকে বেরিয়েছে অপরাজিত ৬৬ রান । কঠিন পিচে মূলত ধবনের ব্যাটিংয়ের জোরেই বাজিমাত করে দিল্লি । এখন দেখার দিল্লিকে নিজের কাঁধে তুলে শেষ পর্যন্ত কোনও বড় সাফল্য এনে দিতে পারেন কিনা ধবন ।