কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বজ্ঞানহীন টপ অর্ডারকে আক্রমণ করলেন গৌতম গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তেজক একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারায় চেন্নাই সুপার কিংস। কিন্তু এক সময় মনে হয়েছিল, অনায়াসেই কলকাতাকে দুরমুশ করবে চেন্নাই, যখন পাওয়ারপ্লেতে ৩১ রানে কলকাতার পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। আর টপ অর্ডারের এমন ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।
কেকেআরের এমন হারের জন্য টপ অর্ডারকেই দায়ী করেছেন গম্ভীর। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, "টপ অর্ডারকে দোষ দেওয়া উচিত। কারণ, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সঙ্গীর অভাবে ভুগেছে। এমন নয় যে তারা লক্ষ্যকে তাড়া করে ফেলত কিন্তু তারা সঙ্গীর অভাবে ভুগেছে। যদি ছয়, সাত ও আট নম্বর আপনাকে এত কাছে নিয়ে যেতে পারে তাহলে বুঝতে হবে যে কোনও পরিকল্পনা ছিল না। ২২০ তাড়া করার সময়, কিছু কিছু মাঠ থাকে যেমন ওয়াংখেড়ে বা চিন্নাস্বামী, যেখানে আপনার তাড়াহুড়ো করতেই হবে না।"
এরপর গম্ভীর ব্যক্ত করেছেন যে টপ অর্ডারের দায়িত্ব থাকা উচিত ভিত্তি স্থাপন করা যাতে রাসেল, কার্তিক ও কামিন্স এসে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে। এবং তিনি মনে করেন, যদি লোয়ার অর্ডারের উইকেট তাড়াতাড়ি পড়ত, তাহলে ১৫০ বা তার বেশি ব্যবধানে হারত কলকাতা।
এই নিয়ে গম্ভীর বলেছেন, "লোয়ার অর্ডার খেলাটিকে এত কাছে নিয়ে গিয়েছে, কিন্তু তারা ৭০-৮০ রানে অল আউট হয়ে যেতে পারত। কারণ যে ধরণের ব্যাটসম্যান রাসেল এবং দীনেশ কার্তিক, তারা বল দেখবে আর মারবে। ৩৬-৫ স্কোরে, যদি রাসেল বড় শট খেলতে গিয়ে আউট হতেন তাহলে তারা ৪০-৬ হত। তাহলে তারা ১৫০ এর কাছাকাছি রানে হারত। আপনাকে ভিত গড়ে দিতে হবে রাসেল, কার্তিক এবং প্যাট কামিন্সের জন্য যারা এসে মারতে শুরু করবে। হ্যাঁ, তারা হয়ত আপনাকে কাছে নিয়ে যেতে পারে, তারা আপনাকে ম্যাচ জেতাতে পারে। কিন্তু টপ অর্ডারেরই দায়িত্ব যে তাদের জন্য সেই ভিতটি তৈরি করার।"