বড়সড় সংশয়ের মুখে আইপিএল, করোনা সংক্রমণের বৃদ্ধিতে আতঙ্কে ফ্র্যাঞ্চাইজিরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে দেশের বেশ কিছু জায়গায় করোনায় দ্বিতীয় প্রবাহ থাবা বাড়িয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র এবং মুম্বইয়ে করোনার আক্রমণ আরও বেড়েছে। এই অবস্থায় মুম্বইয়ে আইপিএল আয়োজন নিয়ে সংশয় জোরদার। ইতিমধ্যে মুম্বইয়ে এসে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা এবং দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল। এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়ামের আটজন কর্মীও করোনা আক্রান্ত।
এই অবস্থায় প্রচন্ড আতঙ্কে রয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হলেও যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে চিন্তিত মুম্বইয়ে থাকা চারটি ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস নিজেদের প্রথমদিকের ম্যাচগুলি খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এই নিয়ে এক ফ্র্যাঞ্চাইজির কর্তা বলেছেন, “আপনি একটু চিন্তায় পড়ে যান যদি এই ধরণের জিনিস দেখেন টুর্নামেন্টের শুরুতে। আমরা সকলেই নিয়মবিধি মানছি। কিন্তু সত্যি বলতে গেলে, যখন এই ধরণের খবর আসে, তখন আমাদের চিন্তার মধ্যে ফেলেই দেয়। আমরা দেখছি যাতে সবকিছু ঠিক থাকে। যাতে কোনও সংক্রমণ না হয়।“
এদিকে আরও এক ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তা জানিয়েছেন, এই ধরণের করোনা সংক্রমণ সকলের কাছে বিশেষ বার্তা রাখবে। এই নিয়ে তিনি বলেছেন, “এটি হয়ত টুর্নামেন্টের শুরুতে আমাদের জন্য একটি বড় বার্তা নিয়ে আসল। কখনও কখনও, আমরা বলয়ের মধ্যে থেকে একটু ছাড় নিয়ে নিই। কিন্তু এতে আমাদের সমস্ত নিয়মবিধি মানতে চলতে হবে এবং কোনও ধরণের ভুল করলে চলবে না।“
এদিকে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন যে তারাও খুব চিন্তিত এবং তারা বিসিসিআই ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে চলছে। এই নিয়ে বিশ্বনাথন বলেছেন, “আমরা পরিস্থিতির বিষয় নজর রাখছি। আমরা চিন্তিত রয়েছি এবং এটিই স্বাভাবিক কিন্তু আমরা আতঙ্কিত নই কারণ এই ধরণের জিনিস আমাদের হাতের বাইরে। এই ধরণের বিষয়ে চিন্তা করে কোনও লাভ নেই যা আমাদের হাতের বাইরে। আমাদের শিবির শুরু হয়ে গিয়েছে।“
এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, এবং মুম্বইতে প্রায় নয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে পরিকল্পনা করছেন লকডাউন করার জন্য।