কার সিদ্ধান্তের জন্য ব্যাকফুটে সিএসকে? কেন ক্ষুব্ধ বিসিসিআই ও একাধিক ফ্রাঞ্চাইজি? জানতে পড়ুন…

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক : বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের কোভিড প্রোটোকলকে বুড়ো আঙুল দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের দিকে এমনই মারাত্মক অভিযোগ আনল বোর্ডের একাংশ। শুধু তাই নয়। আইপিএলে অংশ নেওয়া বাকি সাতটি ফ্রাঞ্চাইজিও সিএসকে'র হেলাফেলা করা মানসিকতার প্রতি ব্যাপক ক্ষুব্ধ। এবং দলের সিইও কাশী বিশ্বনাথনের একটি মন্তব্য এই বিষয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাওয়ার আগে এই ভয়ানক কোভিড পরিস্থিতির মধ্যে কেন চিপকে পাঁচদিনের শিবির করা হল? কার নির্দেশে সেই শিবির আয়োজন করা হয়েছিল? এমন প্রশ্ন করা হলে তিনি 'ক্যাপ্টেন কুল'এর দিকে পরোক্ষভাবে আঙুল তোলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলছেন, "বিসিসিআইয়ের এখনই সিএসকে'কে কড়া সতর্কবার্তা পাঠানো উচিত। নিজেদের বিপদে ফেলেছে, বাকিদেরও ফেলবে। পাঁচদিনের ক্যাম্পের কথা থাকলেও, ওরা তিনদিন ক্যাম্প করল। এই কোভিড পরিস্থিতির মধ্যে তিনদিন অনুশীলন করে তো ওরা বিপদ আরও ডেকে এনেছে।"
সিএসকে ছাড়া আর কোনও দল কিন্তু ভারতের মাটিতে ক্যাম্প আয়োজন করেনি। বরং দেশে ছড়াতে থাকা কোভিড-১৯'এর কথা মাথায় রেখে প্রতিটি দল আরবে উড়ে যাওয়ার আগে হোটেলে 'হোম কোয়ারইন্টাইন' ছিল। এবং সব দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ'রা বোর্ডের নির্দেশ মেনে করোনা পরীক্ষা করায়। তাহলে চেন্নাই কেন অনুশীলন করার সিদ্ধান্ত নিল? এমন প্রশ্ন উঠতেই কাশী বিশ্বনাথন বলেন, "চিপকে শিবির করা নিয়ে আমি নিমরাজি ছিলাম। কারণ, কারও শরীরে কোভিডের থাবা বসানোর আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। তবু যতটা সম্ভব বায়ো-বাবল করার চেষ্টা করেছিলাম। অধিনায়ককে বলেছিলাম, ক্যাম্প কি না করলেই নয়? অধিনায়ক আমার কথা শোনেনি। ধোনির একটা আলাদা চিন্তাভাবনা ছিল।" একইসঙ্গে তিনি বলেছেন, "ধোনির দাবি ছিল ক্রিকেটাররা পাঁচ-ছয় মাস চর্চার মধ্যে ছিল না। তাই দুবাই উড়ে যাওয়ার আগে অনুশীলন খুব জরুরি।"
চেন্নাইতে ক্যাম্প আয়োজন ছাড়াও ধোনি ও তাঁর দলের ক্রিকেটারদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। অভিযোগ হল ক্যাম্প চলাকালীন কেউ সোশ্যাল ডিস্ট্যান্সিং মানেনি। বাকি দলের ক্রিকেটাররা মুখে মাস্ক পরে, পিপিই কিট পরে আমিরাতের বিমান ধরলেও, চেন্নাইয়ের ক্রিকেটাররা উদাসীনতা দেখিয়েছেন। দিল্লি থেকে সুরেশ রায়না-পীযূষ চাওলা-দীপক চাহর'রা ধোনিকে নিয়ে রাঁচি হয়ে চেন্নাই পৌঁছেছে ১৫ই অগাস্ট শিবির শুরুর আগের দিন। তখন ফ্লাইটের মধ্যে কারও মুখেই সর্বদা মাস্ক ছিল না। ধোনি-রায়না-পীযুষ-দীপক চাহারদের সেই মাস্ক না-পরা সেলফি ছবি ভাইরাল'ও হয়েছিল। সিএসকে'র এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়েই ক্ষোভ, বিরক্তি প্রকাশ করছেন বাকি ফ্র্যাঞ্চাইজি কর্তা থেকে বোর্ড অফিসিয়ালরা। এখন এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায় এবং 'ক্যাপ্টেন কুল' এই বিষয়ে মুখ খোলেন কিনা সেটাই দেখার বিষয়।