১৩ বছরে প্রথমবার বিরাট কোহলির সাথে ঘটল এমন ঘটনা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৩ বছর পর ভারতীয় ক্রিকেটে দাপিয়ে খেলে চলেছেন বিরাট কোহলি। কিন্তু শনিবার এমন একটি ঘটনা ঘটল, যা এই ১৩ বছরে প্রথমবার ঘটল বিরাট কোহলির সাথে!
আরও পড়ুন - ঘোষিত হল আগামী তিন টেস্টের ভারতীয় দল,থাকছেন না বিরাট
ঘরের মাঠে চলতি ইংল্যান্ড সিরিজের শেষ তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে, আর সেই দলে নেই বিরাট কোহলি। পারিবারিক কারণের জন্য প্রথম দুই টেস্ট আর তারপর পরের তিনটি টেস্টে অব্যাহতি চেয়েছিলেন বিরাট।
এর জেরে ১৩ বছরে প্রথমবার একাধিক ম্যাচের টেস্ট সিরিজের পুরোটায় ভারত পাবে না বিরাট কোহলিকে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক করেছিলেন বিরাট। তার পরের সিরিজে বাদ পড়েন তিনি। এবার ১৩ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেললেন না বিরাট।
যদিও ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি প্রাক্তন ভারত অধিনায়ক, তবে সেটি ছিল এক ম্যাচের সিরিজ। ২০১১ সালে দ্বিতীয় টেস্ট সিরিজের পর থেকে চোট-অফ ফর্ম - কোনও কারণেই বাদ পড়েননি বিরাট।