আইপিএলে করোনার আক্রমণ অব্যাহত, কোভিড আক্রান্ত কোটলা স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সপ্তাহের শুরুর দিনটি একেবারেই ভালো যাচ্ছে না আইপিএলের জন্য। করোনা সংক্রমণের জেরে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ স্থগিত হল। এদিকে আবার চেন্নাই সুপার কিংসের তিন সদস্য করোনায় পজিটিভ এসেছেন। এই পরিস্থিতিতে আরও খারাপ খবর সামনে এসেছে।
জানা গিয়েছে, ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম) মাঠের পাঁচ মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এই কর্মীরা সরাসরি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করেছেন এই আইপিএলে। আর এর জেরে দিল্লি লেগের বাকি আইপিএল ম্যাচগুলি নিয়ে সংশয় চলে এল।
এই মুহুর্তে দিল্লিতে চারটি দল রয়েছে। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের তিন সদস্যের করোনা হওয়ার পর এবার মাঠকর্মীদের আক্রান্ত হওয়া নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। আগামী ৮ মে অবধি ম্যাচ আয়োজন করবে কোটলা, যেখানে শেষ ম্যাচটি হয়েছিল রবিবার দুপুরে, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে।
এদিকে করোনায় আক্রান্ত সেই পাঁচ মাঠকর্মীরা ইতিমধ্যেই স্ব-আইসোলেশনে চলে গিয়েছেন। আগামী ৪ মে অর্থাৎ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এবং এই ম্যাচ নিয়েও তৈরি হল সংশয়। যদিও বিসিসিআই, আইপিএল বা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি আসেনি এই নিয়ে।