এই শর্ত মানলেই আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে ফিরতে চলেছেন দর্শকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। কিন্তু এখনও অবধি জল্পনা রয়েছে যে আদৌ এই দ্বিতীয় পর্বের ম্যাচগুলি ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে কিনা! এই নিয়ে এবার যাবতীয় জল্পনা দূর করলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা।
সেই শীর্ষকর্তা জানিয়েছেন, আইপিএলের বাকি ৩১টি ম্যাচে মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। এবং এর জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সাথে দুবাইয়ে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা।
যদিও করোনার আবহে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে একটিই শর্ত রয়েছে। কেবল টিকাকরণ করা ব্যক্তিরাই মাঠে প্রবেশ করতে পারবেন। এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরশাহির ৭০ শতাংশ মানুষ টিকাকরণ করে নিয়েছেন। আর বিদেশীদের ক্ষেত্রে টিকাকরণ ছাড়া দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে এমিরেটস সরকার।
এই নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সেই শীর্ষকর্তা বলেছেন, "স্টেডিয়ামের ৫০ শতাংশ দর্শক আসনের অনুমতি দেওয়া হবে। কেবল টিকাকরণ করা দর্শকরাই মাঠে প্রবেশের অনুমতি পাবেন।"
এদিকে দর্শকদের আগমণ নিয়ে রাজীব শুক্লা বলেছেন, "একমাত্র সমস্যা হল দর্শকদের নিয়ে, আদৌ ওনারা দর্শকদের অনুমতি দেবেন কিনা। আমরা এই বিষয়ে ওনাদের সাথে কথা বলব। আমরা সেভাবেই এগোব যেভাবে সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন সিদ্ধান্ত নেবেন। যদি ওনারা বলেন দর্শকদের নিয়ে হবে, আর নির্দিষ্ট সংখ্যক দর্শকদের নিয়ে হবে, আমাদের কোনও অসুবিধা নেই। যদি ওনারা বলেন দর্শকদের ছাড়া হবে, তাতে আমাদের কোনও সমস্যা নেই।"
এছাড়া রাজীব শুক্লা জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন এবং একপ্রস্থ আলোচনা করেছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে। আগামী কয়েক দিনের মধ্যে যোগ দেবেন বিসিসিআইয়ের বাকি শীর্ষকর্তারা।