হেরেও অস্বস্তিতে নাইটরা, বড় শাস্তি পেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে চুড়ান্ত ব্যর্থ হয়ে দলকে অস্বস্তির মুখে ফেলেছিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সের ঝোড়ো ব্যাটিংয়ে ফিরে আসে কেকেআর। যদিও উইকেটের অভাবে ম্যাচ হেরে যায় নাইটরা।
আর এই ম্যাচ হেরে চুড়ান্ত অস্বস্তিতে পড়ল নাইট শিবির। স্লো ওভার রেটের কারনে জরিমানা দিতে হল কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ না করতে পারার জন্য পেতে হল এই শাস্তি। আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে মর্গ্যান।
এই নিয়ে একটি বিবৃতিতে আইপিএল জানিয়েছে, "কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানকে জরিমানা করা হয়েছে যেহেতু ওনার দল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট রেখেছেন। যেহেতু এই মরশুমে এটি দলের প্রথম ভুল, তাই আইপিএল কোড অফ কন্ডাক্টের ন্যুনতম অপরাধের জন্য মর্গ্যানকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।"
তবে এই একই ভুল দ্বিতীয়বার করলে মর্গ্যানকে ২৫ লক্ষ টাকা এবং প্লেয়িং একাদশের প্রতিটি সদস্যকে ম্যাচ ফিয়ের ২৫ শতাংশ বা মোট ছয় লক্ষ টাকা দিতে হবে। আর তৃতীয়বার এই ভুল করলে এক ম্যাচের জন্য সাসপেন্ড ও মোটা জরিমানা দিতে হবে মর্গ্যানকে। এরই সাথে এবারের আইপিএলে তৃতীয় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের শাস্তি পেলেন মর্গ্যান। এর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এই শাস্তি পেয়েছেন।