আইপিএল থেকে খেলোয়াড়দের ফেরত আনা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পথ ধরছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল, ইংরেজ ক্রিকেটারদের আইপিএল থেকে দেশে ফেরানো নিয়ে কোনও ভাবনা নেই। কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যে অবস্থা পালটে গেল ইসিবির। ভারতে করোনা পরিস্থিতি বৃদ্ধির জেরে চাপ পড়েছে ইসিবির উপর, যাতে ইংল্যান্ডের খেলোয়াড়দের দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।
ইতিমধ্যেই ভারতকে লাল তালিকাভুক্ত করে দিয়েছে ইংল্যান্ড। এবং এই অবস্থায় সেদেশ থেকে খেলোয়াড়দের নিজেদের দেশে ফিরিয়ে আনা বেশ কঠিন। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবিরত খেলোয়াড়দের সাথে যোগাযোগ বজায় রাখছে। এর পাশাপাশি, আইপিএল শেষ হলে ভারতের পুরুষ ও মহিলা দল যাবে ইংল্যান্ডে। সুতরাং সেই সফরগুলি নিয়ে প্রচন্ড চাপে ইসিবি।
এই নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, "ইসিবির জন্য এটি একটি কঠিন পরিস্থিতি, যারা গ্রীষ্মের মরশুমে ভারতের পুরুষ ও মহিলা দলকে স্বাগত জানাবে এবং মুখিয়ে থাকবে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য ভারতীয় খেলোয়াড়দের নিযুক্ত করার জন্য। কিন্তু বোর্ড দায়িত্ব নিয়ে সকল খেলোয়াড়দের সুস্থতার বিষয়ে খেয়াল রাখছে, সে কেন্দ্রীয় চুক্তির আওতার বাইরেও হোক না কেন। এবং চিন্তার কারণ হয়ে উঠছে যেহেতু ভারত করোনায় সবথেকে ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে পরিণত হচ্ছে।"
ইতিমধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তিন অস্ট্রেলীয় খেলোয়াড় অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা। রবিচন্দ্রন অশ্বিনও আইপিএল ছেড়ে পরিবারের পাশে থাকার জন্য বিরতি নিয়েছেন। এদিকে আইপিএলে মোট ১১জন ইংরেজ ক্রিকেটার খেলেন। সুতরাং অস্ট্রেলিয়ার পর কি এবার ইংলিশ খেলোয়াড়রাও বিদায় নিতে চলেছেন আইপিএল থেকে?