আইপিএল বড় সুখবর! দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে পারে ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় সুখবর এল আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য। সমস্ত কিছু ঠিক থাকলে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের বাকি ৩১ ম্যাচ খেলতে পারবেন ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগামী সেপ্টেম্বর মাসে হওয়া বাংলাদেশ সফর স্থগিত করেছে ২০২৩ সাল পর্যন্ত। যার ফলে ইসিবি সবুজ সংকেত দিয়েছে ইংরেজ ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য। ফলে জস বাটলার, জোফ্রা আর্চার, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান, স্যাম কারান, মইন আলি, জনি বেয়ারস্টো, টম কারানের মত খেলোয়াড়রা খেলতে পারবেন আইপিএল ২০২১।
জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় খেলোয়াড়দের সাথেই চার্টার বিমান করে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে আসবেন ইংরেজ ক্রিকেটাররা। ফলে এক বলয় থেকে অন্য বলয়ে সরাসরি স্থানান্তরিত হবেন ক্রিকেটাররা।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এই দুই বাংলাদেশ ক্রিকেটারই আইপিএল ২০২১ এর অংশ ছিলেন।
আর এর জেরে বড় সুবিধা পেল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। কেকেআর দলের অধিনায়ক হলেন ইয়ন মর্গ্যান ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়েছেন শাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসে রয়েছেন বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার ও মুস্তাফিজুর রহমান। এবং চেন্নাই সুপার কিংসের দুই গুরুত্বপূর্ণ অঙ্গ হলেন স্যাম কারান ও মইন আলি।