নিশ্চিন্তে দেশে পৌঁছে গেলেন আট ইংরেজ ক্রিকেটার, অসি ক্রিকেটারদের জন্য বিকল্প রুটের ব্যবস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত করা হয় আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর সেই কারণে একে একে বিদেশী খেলোয়াড়রা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। আর ইতিমধ্যেই দেশে পৌঁছে গিয়েছে আট ইংরেজ ক্রিকেটার।
স্থগিতাদেশ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইংরেজ খেলোয়াড়রা দিল্লি বিমানবন্দরে হাজির হন, দিল্লি ক্যাপিটালসের ইংরেজ খেলোয়াড়রা সরাসরি আহমেদাবাদ থেকে দিল্লিতে পৌঁছেছিলেন। এরপর বুধবার সকালে হিথরো বিমানবন্দরে নামেন তারা। এই আট ইংরেজ ক্রিকেটার হলেন জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মইন আলি, জেসন রয়, টম কারান ও স্যাম কারান।
এদিকে বাকি তিন ইংরেজ খেলোয়াড় ইয়ন মর্গ্যান, ডেভিড মালান এবং ক্রিস জর্ডান আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়বে। যেহেতু ইংল্যান্ডের লাল তালিকাভুক্ত দেশে রয়েছে ভারতের নাম, তাই ভারত থেকে আগত সকল ক্রিকেটারকে সরকার অধ্যুষিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
এদিকে অসি ক্রিকেটারদের দেশে ফেরার জন্য বিকল্প রুটের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চিফ এক্সেকিউটিভ নিক হকলে। মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কা হয়ে সংযুক্ত বিমানে ক্রিকেটার ও কর্মীদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও করোনায় আক্রান্ত হওয়ার দরুণ ভারতে নিজের আইসোলেশন কাটাবেন সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসি।