আইপিএল স্থগিতের পর কি হবে ইংরেজ খেলোয়াড়দের? বড় আপডেট দিল ইসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল বিসিসিআই। আইপিএলের চতুর্দশ সংস্করণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। আর এখানেই উঠছে প্রশ্ন, সেক্ষেত্রে বিদেশী খেলোয়াড়দের ক্ষেত্রে কি ভূমিকা নেবে সে দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনরা।
এই নিয়ে এবার বিশেষ আপডেট দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছে, দেশে ফিরে আসার বিষয়টি পুরোপুরি ইংরেজ খেলোয়াড়দের উপরেই ছেড়ে দেওয়া হোক।
এই নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, "আমরা আমাদের খেলোয়াড় ও স্টাফদের সাথে যোগাযোগ রাখছি এবং ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলা হলে, এটি একটি সিদ্ধান্ত যা প্রতিটি মানুষকে নিজেদের তরফ থেকে নিতে হবে। আমরা বুঝতে পারি এটি একটি কঠিন সময় এবং আমাদের ভাবনা ভারতের মানুষদের সাথে আছে।"
একই ভূমিকা নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। সেখানেও টুর্নামেন্টে যোগ দেওয়া বা ফিরে আসার বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের উপর। এই নিয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ডের ক্রিকেট পরিচালক গ্রেম স্মিথ বলেছেন, "আমরা আমাদের খেলোয়াড়দের সমর্থনের জন্য উপলব্ধ রেখেছি কোনওরকম সমস্যার জন্য। কিন্তু শেষ অবধি, সিদ্ধান্ত ওদের হাতেই রয়েছে।"