ইয়ন মর্গ্যানের অনুপস্থিতিতে কেকেআরের পুরোনো দায়িত্ব নিতে তৈরি দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর বাকি ৩১টি ম্যাচে থাকবেন না ইংরেজ খেলোয়াড়রা। আর এর জেরে বড় ধাক্কা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। কারণ এর জেরে আইপিএলের দ্বিতীয় পর্বে যোগ দিতে পারবেন না অধিনায়ক ইয়ন মর্গ্যান। আর এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্সকে কে নেতৃত্ব দেবেন, সে নিয়ে আলোচনা তুঙ্গে।
যদিও নেতৃত্ব দেওয়ার তালিকায় সবার উপরে নাম রয়েছে প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের, যার অধীনে কলকাতার পারফর্মেন্স ভালোই ছিল। গত বছর খারাপ পারফর্মেন্সের জেরে টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্বে দায়িত্ব ছেড়ে দেন কার্তিক এবং তার পরিবর্তে অধিনায়ক হন মর্গ্যান।
এবার মর্গ্যানের অনুপস্থিতিতে ফের পুরোনো দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান। একটি সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, "ইয়ন মর্গ্যানের কথা আসলে, এখনও তিন মাস সময় রয়েছে। সেপ্টেম্বরের আগে অবধি অনেক কিছু পরিবর্তন হতে পারে। তবে আমায় যদি বলা হয় নেতৃত্ব দেওয়ার জন্য, আমি তার জন্য তৈরি।"
বর্তমানে সপ্তম স্থানে ধুঁকছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে আত্মবিশ্বাস তলানিতে নাইটদের। এই পরিস্থিতিতে এই লম্বা বিরতি কিছুটা হলেও লাভজনক হতে পারে ফ্র্যাঞ্চাইজির জন্য।