দেখুন : আইপিএলের উত্তেজনায় মশগুল, নিজেকে মিমে পরিণত করলেন দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রবাদের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আর এই বছর কোনওরকম অধিনায়কত্বের চাপ না নিয়েই ময়দানে নামবেন দীনেশ কার্তিক। আর এর জেরে বেশ প্রাণবন্ত ও ছটফটে লাগছে এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে, তা বলাই যায়।
এই অবস্থায় এবার আইপিএল শুরু হওয়া নিয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক। আর সেই কারণে নিজেকে নিয়ে দারুণ মিম তৈরি করলেন দীনেশ কার্তিক। নিজের সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক একটি বিখ্যাত মিমের টেমপ্লেট ব্যবহার করে নিজের মুখ বসিয়েছেন।
সেই ছবিতে বাকি সব বিষয়ের উপর মুখ ঘুরিয়ে নিয়েছেন কার্তিক, কিন্তু আইপিএলের দিকে বেশ খুশি মুখে সম্মতি জানিয়েছেন তিনি। যার জেরে তিনি বুঝিয়েছেন, বাকি সব বাদ দাও, আইপিএল নিয়ে মেতে ওঠো। নিজের এমন পরিস্থিতি বাকি সকলের সাথেও হবে, সেটি ক্যাপশনে বুঝিয়েছেন কার্তিক।
এবারের মরশুমে দীনেশ কার্তিককে সম্ভবত একজন ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স। যে গভীরতা রয়েছে কেকেআরের ব্যাটিংয়ে, তাতে ছয় কি সাত নম্বরে নামতে হতে পারে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে অতীতেও দেখিয়েছেন, অন্তিম ওভারেও কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি।