কামব্যাকে দুর্ধর্ষ ইনিংস খেলেও ভক্তদের চিন্তা বাড়ালেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে প্রথম হার হজম করে চেন্নাই সুপার কিংস। তবে চেন্নাই তথা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় মুহুর্ত তৈরি হয় যখন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন। আইপিএল ২০২৩-এর পর আবারও ব্যাট হাতে রবিবার নেমেছিলেন ধোনি। আর নেমে ১৬ বলে অপরাজিত ৩৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ধোনি। কিন্তু তা সত্ত্বেও জিততে পারেনি চেন্নাই।
তবে ৪২ বছর বয়সী এই সুপারস্টার কিপার-ব্যাটারের এমন ব্যাটিংয়ে মুগ্ধ হলেও ম্যাচ শেষে একটি বিশেষ দৃশ্য দেখে আতঙ্কে ভোগেন ধোনি ভক্তরা। ম্যাচ শেষের বেশ কিছু ছবিতে দেখা যায়, বাঁ পায়ের কাফ মাসলে আইসপ্যাক বেঁধে ঘুরছিলেন ধোনি। বেশ যন্ত্রণায় দেখা যায় তাকে, স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না।
আরও পড়ুন - তুমি এই ইনিংস সারা জীবন মনে রাখবে! ঋষভ পন্থে মুগ্ধতা প্রকাশ সৌরভ গাঙ্গুলির
তবে যন্ত্রণা সত্ত্বেও মাঠকর্মীদের আবদার ফেলতে পারেননি ধোনি। বিশাখাপত্তনমের মাঠকর্মীদের সাথে গ্রুপ ছবি ও সেলফি হাসিমুখে তোলেন তিনি। এরপর দুই দলের তরুণ ক্রিকেটারদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।