দেখুন : চাহালের প্রথম উইকেটে আবেগপ্রবণ হয়ে চোখের জল ফেললেন স্ত্রী ধনশ্রী ভর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর তিন ম্যাচে জয় পেয়ে দারুণ ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে প্রথম দুই ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। আরসিবির ভরসা এই লেগ স্পিনার প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটিও উইকেট পাননি। আর এই নিয়ে শুরু হয়েছিল প্রশ্ন।
তবে রবিবার দারুণ কামব্যাক করেন চাহাল। দীনেশ কার্তিক ও নীতিশ রানার উইকেট নিয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন চাহাল। আর এর জেরে খুশিতে চোখের জল ফেলেন স্ত্রী ধনশ্রী ভর্মা। আরসিবির প্রতিটা ম্যাচেই দলকে সমর্থন করতে হাজির হন ধনশ্রী, কিন্তু স্বামী যুজবেন্দ্র চাহাল উইকেট না পাওয়ায় মন খারাপ থেকেই যায় ধনশ্রীর। এবার যুজবেন্দ্র চাহাল যখন উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, স্ট্যান্ড থেকে চোখের ফল ফেলে হাততালি দেন ধনশ্রী।
আর এই ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা দারুণ খুশি মাঠের মধ্যে এই ভালোবাসাকে দেখে। এদিকে আবারও ফর্মে ফিরতে পেরে উচ্ছ্বসিত চাহাল। নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৪ রান দেন চাহাল। তবে শেষ ওভারে আন্দ্রে রাসেলের হাতে ২০ রান খেয়েছেন।
সেই নিয়ে তিনি বলেছেন, “এটি একটি অসাধারণ মুহুর্ত, যখন আপনি ভালো বল করছেন এবং উইকেট পাচ্ছেন না, তখন সেটি বড্ড যন্ত্রণার। কিন্তু প্রথম উইকেট পাওয়ার পর, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি আন্দ্রে রাসেলকে আউট করতে চেয়েছিলাম, আমি বাইরে বল করতে চেয়েছিলাম কারণ লেগ সাইডের বাউন্ডারি ছোট ছিল। তাই তিন বলের পর, আমি ফিল্ড পরিবর্তন করি।“