টিকিটের হাহাকার! আইপিএল ফাইনাল দেখতে মরিয়া হাজার হাজার ক্রিকেট ভক্তরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে পৌছে যায় গুজরাট টাইটান্স। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পৌছে গিয়েছে ফাইনালে। রবিবার আহমেদাবাদ স্টেডিয়ামে সিএসকে তাদের পঞ্চম আইপিএল ট্রফি তুলবে? নাকি পর পর দুবার ট্রফি নিজেদের করে নেবে গুজরাট টাইটান্স? সেই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় গোটা ভারত।
আরও পড়ুন- আইপিএল ফাইনালে শুভমানের সামনে নতুন রেকর্ডের হাতছানি
আইপিএল ফাইনাল ম্যাচ শুরুর দুইদিন আগে থেকেই উত্তেজনা তুঙ্গে। গতকাল আহমেদাবাদ স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। জীবন বাজি রেখে ফাইনালের টিকিট তুলতে আসছেন ক্রিকেট ভক্তরা। শনিবারও সেই দৃশ্য বর্তমান। প্রসঙ্গত রবিবারের ম্যাচই হয়তো ধোনির শেষ আইপিএল ম্যাচ। আর তাই ম্যাচের টিকিটের চাহিদা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
শনিবার ভোর ৬টা থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট কাউন্টারের বাইরে ভীড় জমাতে শুরু করেন দুই দলের সমর্থকেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তাঁরা। ১ লাখেরও বেশি দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামের টিকিট অনলাইনে কাটলেও হার্ড কপি তোলা বাধ্যতামূলক। ফলে ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়ান মানুষ। বেলা ১১ টায় খোলা হয় টিকিট কাউন্টার।
তবে এদিনও আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থার শিকার হন সাধারণ মানুষ। প্রায় ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়ালেও কোনো জলের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে ধোনিকে নিয়ে সৃষ্টি হয়েছে আকাশছোয়া উন্মাদনা। তাঁর জার্সির দাম বাড়ছে প্রতি ঘন্টায় ঘন্টায়। মানুষ সেই জার্সি বেশি দাম দিয়ে কিনতেও পিছু পা হচ্ছেন না।
সব মিলিয়ে ২০২৩ আইপিএল, ফাইনাল ম্যাচের আগেই সুপার হিট তা বলাই যায়। ১ লাখেরও বেশি দর্শকাসন বিশিষ্ট গ্যালারির টিকিট নিয়ে হাহাকারই বুঝিয়ে দেয় কেন এই টুর্নামেন্ট ভারত শ্রেষ্ঠ।