সেমিফাইনাল হারে অধিনায়ককে দোষারোপ! তামিলনাড়ু কোচকে এক হাত নিলেন দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর কোচ সুলক্ষণ কুলকার্নির মন্তব্যকে সরাসরি নিন্দা করলেন প্রাক্তন ভারতীয় উইকেট প্রাক্তন ভারতীয়রক্ষক দীনেশ কার্তিক। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের কাছে পরাজিত হয় তামিলনাড়ু। দলের অধিনায়ক সাই কিশোরকে এক্ষেত্রে দায়ী করছেন কোচ সুলক্ষণ। ঠিক এই কারণেই সরাসরি কোচকেই এক হাত দেখে নিলেন কার্তিক।
টসে জিতে দলের অধিনায়ক কিশোর ব্যাটিং নেওয়াতেই মনঃক্ষুণ্ণ হয় কোচের। সবুজ পিচের জন্যই এই সিদ্ধান্তকে ভুল বলে মনে করেছেন তিনি। এরপর মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। উত্তরে কিশোরের পাঁচ উইকেট কিছুটা আসার জাগালেও মুম্বাইয়ের লোয়ার অর্ডার খেলার মোড় ঘুরিয়ে দেয়।
আরও পড়ুন- প্রিমিয়ার লিগে ইতিহাসের নজির, প্রথমবার রেফারির দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত
এই ম্যাচেই জীবনের প্রথম ঘরোয়া ক্রিকেট সেঞ্চুরি করলেন শার্দুল ঠাকুর। পাশাপাশি তনুশ কটিয়ানের ৮৯ রানে অপরাজিত থাকার ফলে প্রথম ইনিংসে ২৩৩ রানের লিড নেয় মুম্বাই। তারপর তামিলনাড়ু ব্যাট করতে নামলে ১৬২ রানেই শেষ হয় তাদের যাত্রা। ৭০ রানে জয়লাভ করে ৪৮ তম ফাইনালে পৌঁছলো মুম্বাই।
হারের পর সুলক্ষণ জানান, “প্রথম দিনে সকাল ন'টাতেই আমরা হেরে গেছিলাম।” তিনিও জানান তিনি সব রকম ভাবে সাহায্য করেছিলেন কিশোরকে। তিনি বলেছেন “ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারি,আমি তবে তাকে জল খাওয়াতে পারি না। মুম্বাই দলের মানসিকতা নিয়েও আমি তাদের সতর্ক করেছিলাম।"
ঠিক এই মন্তব্যকে নিয়েই সরাসরি নিন্দা জানিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, “এ এক ভীষণ হতাশাজনক ব্যাপার। দলকে সেমিফাইনাল পর্যন্ত এনেছেন এমন অধিনায়কের পাশে থাকা উচিৎ একজন কোচের। প্রায় সাত বছর বাদে তারই হাত ধরে তামিলনাড়ুর সেমিফাইনালে উঠেছে। তাদের উদ্বুদ্ধ করার জায়গায় তাদের অপমান করলেন তিনি।” নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন তিনি।