রাজস্থানের কাছে জেতা ম্যাচ হেরে কলকাতার ড্রেসিংরুমে এই কাজ করলেন শাহরুখ খান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২৪-এ টেবিল টপারদের লড়াইয়ে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের কাছে হার মানল কলকাতা নাইট রাইডার্স। ২২৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা রেখে বেশির ভাগ সময়ে রাজস্থানকে বিপদে ফেলে দিয়েছিল নাইট ব্রিগেড। কিন্ত জস বাটলারের দুরন্ত শতরানে ভর করে জিতে নেয় রয়্যালস।
স্বাভাবিকভাবে, হাতে থাকা ম্যাচ এভাবে হাতছাড়া হয়ে যাওয়ায় মন ভেঙে গিয়েছে কেকেআর দলের প্রতিটা সদস্য সহ সমর্থকদের। তবে নাইট ব্রিগেডকে মোটিভেট করতে ম্যাচ শেষে ড্রেসিংরুমে আসেন সহ-কর্ণধার শাহরুখ খান।
দলের উদ্দেশ্যে কিং খান বলেছেন, "জীবনে এমন এমন দিন আসে, বিশেষ করে খেলাধূলায়, যেখানে আমরা হারার যোগ্য নই। আবার এমনও দিন আসে যেখানে আমরা জেতার যোগ্য থাকি না। কিন্তু এই ধরণের দিনগুলোতেই ভাগ্য বদলায়। আজ, আমরা হারার মত খেলিনি, আমরা প্রত্যেকে দুর্দান্ত খেলেছি।"
"আমাদের নিজেদের উপর গর্বিত হতে হবে। দয়া করে কেউ ভেঙে পড়বেন না। নিজেদের যতটা সম্ভব আনন্দে রাখুন কারণ যখনই আমরা ড্রেসিংরুমে ফিরি একটা উদ্যম নিয়ে ফিরি, সেই উদ্যমকে বজায় রাখুন।"
"সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই এনার্জিটা, যা আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে খুব ভালো এনার্জি রয়েছে। ব্যক্তিগতভাবে, প্রত্যেকে প্রত্যেকের সাথে মানিয়ে নিয়েছে। এমনটাই চালিয়ে যেতে হবে।"
শেষে মেন্টর গৌতম গম্ভীরের উদ্দেশ্যে শাহরুখ বলেন, "আপনি হতাশ হবেন না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আজ এটাই ঈশ্বরের পরিকল্পনা ছিল। যেমনটা রিঙ্কু বলে থাকে, আমরা ঈশ্বরের আরও ভালো পরিকল্পনা নিয়ে ফিরব। সকলকে ধন্যবাদ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।"