স্টেডিয়ামেই মারপিট রোহিত-হার্দিক সমর্থকদের, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল শুরুর আগে থেকেই মুম্বই ইন্ডিয়ান্স দলে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। যার প্রভাব পড়ে সমর্থকদের মধ্যেও। ৫ বারের আইপিএল জয়ী মুম্বই অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে নতুন মরশুমে মুম্বই অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডেয়া। আর এরপরেই মুম্বই দলের ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে যান।৷ সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছুদিন ধরেই ভারতীয় দুই তারকা ক্রিকেটারের ভক্তদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এবার সেই বিবাদ সোশ্যাল মিডিয়া টপকে গ্যালারিতেও প্রকট হয়ে ওঠে।
রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স দলের ম্যাচে বারংবার দেখা যায় গ্যালারি থেকে হার্দিকের উদ্দেশ্যে বিদ্রুপ মন্তব্য ও স্লোগান হতে থাকে।
আরও পড়ুন-জেতা ম্যাচ হেরে গিয়ে অধিনায়ক হার্দিককে তিরস্কার রোহিতের! দেখুন ভিডিও
তবে ম্যাচের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন রোহিত-হার্দিক ভক্তরা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়। ভারতীয় ক্রিকেট ভক্তদের নিজেদের মধ্যে হাতাহাতি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় ওঠে।
মরশুমের প্রথম ম্যাচেই পরাজয়ের শিকার হয় মুম্বই ফ্র্যাঞ্চাইজি। অনেকেই মনে করছেন হার্দিক পান্ডেয়া অধিনায়ক হওয়ার পর দলের মধ্যেও এর প্রভাব পড়েছে। তবে গ্যালারিতে হাতাহাতি পর্যায় পৌঁছে যাবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেননি। তবে এভাবে বিবাদ বাড়তে থাকলে ক্ষতি হবে মুম্বই দলের তা নিশ্চিত।