চাহালের গায়ে হাত তুললেন রোহিত শর্মা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় রোহিত শর্মার ভারতীয় দল। যদিও অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ এই ম্যাচে ছিলেন বিশ্রামে। ম্যাচ হারলেও বেশ খোশমেজাজেই দেখা যায় ভারতীয় দলকে। এরই মাঝে ডাগ আউটে রোহিত শর্মার এক কাজে চমকে যান সকলে।
আরও পড়ুন- বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদল, এছাড়াও হতে চলেছে একাধিক পরিবর্তন
প্রসঙ্গত ম্যাচ চলাকালিন ক্যামেরায় ধরা পরে যে ডাগ আউটে বসে আছেন বিরাট কোহলি এবং জয়দেব উনাদকাট। বিরাটের পাশে বসে খেলা দেখছেন চাহাল। এই সময়েই দেখা যায় যে চাহালের গায়ে কেউ একজন হাত তুলছেন। এরপর ক্যামেরা ফোকাস করলে দেখা যায় যে হাতটি অন্য কোনো ক্রিকেটারের নয়, স্বয়ং অধিনায়ক রোহিতের।
যদিও পুরো বিষয়টিই হয় মজার ছলে। রোহিত যখন চাহালের পিঠে চাপড় মারছিলেন তখন বিরাট এবং উনাদকাট দুজনকেই দেখা যায় মুখ ঢেকে হাসতে। চাহাল নিজেও এই ঘটনার সময় হেসে ফেলেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে। এই ম্যাচই ঠিক করে দেবে কোন দল জিতবে এই ওডিআই সিরিজ।